রেশন পৌঁছে দিতে না পারলেও ভাষণ পৌঁছে যাবে - তৃণমূলের ভার্চুয়াল সভা নিয়ে কটাক্ষ বামেদের

21st July 2020 3:43 pm কলকাতা
রেশন পৌঁছে দিতে না পারলেও ভাষণ পৌঁছে যাবে - তৃণমূলের ভার্চুয়াল সভা নিয়ে কটাক্ষ বামেদের


নিজস্ব সংবাদদাতা ( কলকাতা ) : করোনা আবহে এবার একুশে জুলাই তৃণমূলের ভার্চুয়াল সভা র আয়োজন। তারজন‍্য জেলায় জেলায় নানা জায়গায় জায়েন্ট স্ক্রিন দিয়ে কর্মীদের কাছে পৌঁছে দেওয়া হল দলনেত্রীর ভাষণ । বুথ স্তরের নানা জায়গায় লাগানো হল বড় স্ক্রীন । এই আয়োজন নিয়েই কটাক্ষ বামেদের । টুইটারে সেই কটাক্ষ লিখেছেন সিপিএম এর রাজ‍্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র । " রেশন পৌঁছে দিতে না পারলেও ভাষন ঠিক পৌঁছে যাবে " ক‍্যাপশনে ছবিও দিয়েছেন বাম নেতা । বিজেপি জোট শাসিত বিহার , তৃণমূল শাসিত বাংলা দুটি জায়গা চিহ্নিত করে পাশাপাশি দেওয়া হয়েছে ভার্চুয়াল সভার ছবি । উভয় জায়গাতেই বড় স্ক্রীনে দেখা যাচ্ছে বক্তাকে । বিজেপি র নির্বাচনী সভা এলইডি লাগিয়ে প্রচার , অপরদিকে তৃৃণমূূূলের অনলাইনে সভা উভয় দলের এক ই ভাবনা সেটাই চিহ্নিত করা হয়েছে । যদিও সূর্যবাবু লিখেছেন " দুষ্টু ছেলে মেয়েদের তৈরী পোষ্টার । "  





Others News

পর্ণশ্রীতে মা ও ছেলের নৃশংস খুনের কিনারা পুলিশের

পর্ণশ্রীতে মা ও ছেলের নৃশংস খুনের কিনারা পুলিশের


নিজস্ব সংবাদদাতা ( কলকাতা ) :  পর্ণশ্রীতে মা-ছেলেকে নৃশংভাবে খুনের কিনারা। ধৃতদের একজন সন্দীপ দাস(৩২) ও অন্যজন সঞ্জয় দাস(৪৪)। বাড়ি মহেশতলা থানার শ্যামপুরের ঘোষপাড়া তে। জেরায় তারা অপরাধের কথা কবুল করেছে। রবিবার সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন জয়েন্ট সিপি ক্রাইম।

গ্রেফতার মৃতার দুই মাসতুতো ভাই। ধৃতদের বাড়ি মহেশতলায়। জেরায় অপরাধ কবুল করেছে ধৃতরা। ধৃতদের অনেক টাকা ধার হয়ে গিয়েছিল। মৃতের পরিবারের কাছে অনেক টাকা, গয়না ঘরে ছিল এমনই ধারণা ছিল ধৃতদের। পরিকল্পনা করেই বাড়িতে গিয়েছিল ধৃতরা। ধৃতরা জানত, ওই সময়ে তাদের দিদি সুস্মিতা মন্ডল একা থাকত। মাকে খুনের সময় ছেলে তমজিৎ মন্ডল দেখে ফেলে, সেইজন্যই ছেলেকে খুন। জানালেন জয়েন্ট সিপি ক্রাইম মুরলিধর শর্মা।
ধৃত সন্দীপ দাস ও অন্যজন সঞ্জয় দাস কে আগামীকাল আলিপুর আদালতে তোলা হবে।